শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নাদিমের ইন্সট্রুমেন্টাল অ্যালবাম

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২০:৪৪

বিনোদন রিপোর্ট

 

 মোহাম্মদ নাদিম ভূঁইয়া। গত প্রায় দেড়যুগ ধরে একাধিক স্টেজে সেশন মিউজিকের এক জনপ্রিয় নাম। সম্প্রতি নিজের একটি ইন্সট্রুমেন্টাল ভলিউম তৈরি করছেন তিনি। এ প্রসঙ্গে নাদিম বলেন, ‘এখন যেহেতু ইউটিউবে নিজের একটি আর্কাইভ তৈরি করা যায়। সে কারণেই নিজের কম্পোজিশনগুলো নিজের মতো করেই পোস্ট করতে চাই। আর এই কাজগুলো করতে করতেই মনে হলো, আমাদের দেশে ইন্সট্রুমেন্টাল কম্পোজিশনের খুবই অভাব। তাই  সেই ভাবনা থেকে আমার কলিগ মিউজিশিয়ানদের নিয়ে একটু একটু করে সাজাচ্ছি কিছু নতুন ইন্সট্রুমেন্টাল কম্পোজিশন। এরই ভেতরে বেশকিছু কাজ শেষ হয়েছে, যেখানে আমাদের দেশের প্রখ্যাত বাঁশিবাদক কামরুল ও ড্রামার হানিফসহ অনেকেই কাজ করেছেন। আমি চাইছি সারাদিনের বিভিন্ন মুড নিয়ে একাধিক ইন্সট্রুমেন্টাল তৈরি করার।’

উল্লেখ্য, নাদিম এদেশের একাধিক শিল্পীর সঙ্গেই স্টেজে প্রায় সারাবিশ্বের একাধিক দেশের কনসার্টে অংশ নিয়েছেন। বর্তমানে এস আই টুটুলের ব্যান্ডদল ফেস টু ফেসের কি-বোর্ডিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়া বেশকিছু প্লেব্যাকে গান গেয়ে কণ্ঠশিল্পী হিসেবে প্রশংসা কুড়িয়েছেন। সর্বশেষ দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় চল পালাই চলচ্চিত্রে একটি গান গেয়েছেন। যেখানে নাদিমের সহশিল্পী হিসেবে কাজ করেছেন পূজা। এছাড়া নাদিমের কম্পোজিশনে এদেশের একাধিক প্রথিতযশা শিল্পী কাজ করছেন। বর্তমানে নিজের স্টুডিও আর স্টেজে মিউজিক নিয়েই মগ্নতায় দিন কাটছে তাঁর।