শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চুটকি ভাণ্ডার-৮

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ১৯:২১

আজ

চ্যানেল:

এটিএন বাংলা

সময় :রাত ৮টা

আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে খণ্ডনাটক ‘চুটকি ভাণ্ডার-৮’। নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান।

২০১৬ সালে এটিএন বাংলার ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হয় শামীম জামানের পরিচালনায় ৬ খণ্ডের ধারাবাহিক নাটক ‘চুটকি ভাণ্ডার’। একই বছর কোরবানির ঈদে প্রচারিত হয় ‘চুটকি ভাণ্ডার-২’। এরপর থেকে প্রতিবছর এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হয়ে আসছে নাটকটি। এ ধারাবাহিকতায় এবার ঈদে প্রচার হবে চুটকি ভাণ্ডার-৮।

বাংলার চিরায়ত এবং বহুল প্রচলিত একটি বিষয় হলো চুটকি। গল্প বা আড্ডার আসরে প্রাণ সঞ্চার করে এসব চুটকি। জনপ্রিয় এবং প্রচলিত এমনি ১০টি চুটকি নিয়ে নির্মিত হয়েছে চুটকি ভাণ্ডার সিজন-৭। চুটকি ভাণ্ডার মূলত খণ্ডনাটক। এই শিরোনামের মধ্যেই এক একটি খণ্ডনাটক এক একটি নামে প্রচারিত হচ্ছে। শুরুর বছর ৬ খণ্ড দিয়ে প্রচার শুরু হলেও পরবর্তী বছরগুলোতে ঈদ অনুষ্ঠানমালা প্রচারের দিন বৃদ্ধি হওয়ায় খণ্ড সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এবার প্রচার হবে ১০ খণ্ডের নাটক। খণ্ড নাটকগুলো বেশ কয়েকজন নাট্যকারের লেখা হলেও নাট্য পরিচালনা শামীম জামানই করে থাকেন। এবার যে খণ্ড নাটকগুলো প্রচার হবে সেগুলো হলো দাওয়াত খাওয়া, উপহার ফেরত, দাড়ি বড়, ফুল কপি, পাটের শাক, সিলেটে পড়া, বই বড় না মা বড়, ধন্যবাদ আবার আসবেন, কলম নিয়ে আসা এবং মেয়ে কী পর্দা করে। ১০ খণ্ডের বিশেষ এই নাটকগুলোতে অভিনয় করেছেন আ খ ম হাসান, শামীম জামান, সাজু খাদেম, অহনা, রাশেদ মামুন অপু, জামিল, মৌসুমী হামিদ, সঞ্জীব, এ্যানি খানসহ অনেকে।