বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সিরিজ কনসার্টে যুক্তরাষ্ট্র মাতালো ব্যান্ডদল মাইলস

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:১০

দেশের শীর্ষস্থানীয় ব্যান্ডদল মাইলস তাদের ৪০ বছর পূর্তি উপলক্ষে ওয়ার্ল্ড ট্যুরে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বেশ কটি অঙ্গরাজ্যে কনসার্টে মাতিয়েছেন অগণিত দর্শকদের। দীর্ঘদিন পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাঙালি কমিউনিটিতে তাই মাইলস ছিল এ বছরের সেরা উপহার। গত ১ মাসে টানা এক ডজনের ওপরে স্টেজ শো করেছে মাইলস। সম্প্রতি নিউইয়র্কের বাফালোতে সফল একটি শো শেষ করলেন মাইলস।

এছাড়াও যুক্তরাষ্ট্র সফর শেষ করে কানাডায় কয়েকটি কনসার্টে অংশ নিয়ে তারা উড়াল দেবেন অস্ট্রেলিয়ার উদ্দেশে। মাইলসের এই ওয়ার্লড ট্যুরের আয়োজক থ্রি এম স্টুডিও। এর কর্ণধার কণ্ঠশিল্পী তানভীর শাহিন বলেন, ‘আমাদের প্রত্যাশার চাইতেও বেশি সফল এবারের শোটি। আমি বলব যুক্তরাষ্ট্রের অগণিত বাঙালিরা উন্মুখ হয়েছিল দীর্ঘদিন পর মাইলসের এই শোগুলোর জন্য। এর বাইরে মাইলসের কানাডা সফর শেষ করে আবারও যুক্তরাষ্ট্রে কিছু শো করার পরিকল্পনা রয়েছে।’ এদিকে  ব্যক্তিগত কারণে মাইলসের অন্যতম ভোকাল শাফিন আহমেদ যুক্তরাষ্ট্রে না যেতে পারলেও দর্শক-শ্রোতাদের সেই অভাব পূরণ করেছেন ব্যান্ডটির জনপ্রিয় গিটারিস্ট ও ভোকাল হামিন আহমেদ। তাই কম্পোজিশন ও সাউন্ড ডিজাইনে যে মাইলস ব্যান্ডটি এদেশের সেরা ব্যান্ড; সেটিও আবার প্রমাণ করল দেশসেরা এই ব্যান্ডদলটি।’ হামিন আহমেদ বলেন, ‘দর্শক-শ্রোতাদের ভালোবাসাটাই আমাদের শক্তি। আর এরকম সিরিজ ট্যুরে দেখা যায় কোনো শোতে অডিয়েন্স হাউজফুল থাকে, কোনোটিতে থাকে না। কিন্তু এবারের ট্যুরে অভূতপূর্ব সাড়া পেলাম দর্শকদের। প্রতিটি কনসার্টে এত দর্শক! এ এক বিরল উদাহরণ। সত্যিই আমরা কৃতজ্ঞ। আমরা অভিভূত আমাদের এই দর্শকদের উচ্ছ্বাসে।’