শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এখনকার নাটক প্রসঙ্গে আবুল হায়াত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৯

এখন তো হালকা আনন্দ উপভোগ করার জন্য নাটক তৈরি হয়। গভীরে প্রবেশের চেষ্টা কেউ করে না, মানুষকে জোর করে হাসানোর চেষ্টা করে। জীবন ও দর্শন নিয়ে কেউ ভাবছে না। লেখক কিংবা নাট্যকার নাটকের গল্প লিখছেন না, যার যে চরিত্রে অভিনয় করা প্রয়োজন, সেই চরিত্রে সে অভিনয় করছে না। যাঁরা ভালো নাটক বানান, তাঁরা বঞ্চিত হচ্ছেন। তবে কিছু নাটক ভালো হয়। অনেক ভালো ভালো পরিচালকও আছেন আমাদের। ভালো অভিনয়শিল্পীও আছেন। তবে বাণিজ্যের কাছে সবাই জিম্মি হয়ে গেছেন। নাটক-বাণিজ্য যাঁরা করছেন, ভালো নাটক নিয়ে তারা ভাবেন না। আগেই বলে নিই, এই নায়ক আর ওই নায়িকাকে নিলে নাটক প্রচার হবে, গল্পটল্প লাগবে না। ঈদের সময় ৩০০ থেকে ৫০০ নাটক প্রচার হয়। দর্শক কতগুলো নাটক দেখেন? টেলিভিশনে নাটক তো দেখেই না। ইউটিউবে নাটক খোঁজে সবাই।