বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘শর্টফিল্মটি নির্মাণ করে বুঝলাম নিজেকে আবার ফিরে পাচ্ছি’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

নওশাবা আহমেদ। অভিনেত্রী হিসেবে ভক্তদের কাছে তিনি বেশ জনপ্রিয়। তবে এবার তিনি ফিরছেন নতুন পরিচয় নিয়ে। নির্মাতা নওশাবাকে পাওয়া যাবে শিগগিরই। সম্প্রতি একটি শর্টফিল্ম নির্মাণ করেছেন তিনি। বর্তমানে পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। নিজের প্রোডাকশন থেকে কাজটি করেছেন নওশাবা। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে কাজ করাটা বেশ কঠিন। সেটি একটি শর্টফিল্ম নির্মাণ করে বেশ বুঝেছি। তবে যেহেতু এটি পুরোটাই আমার নিজের কাজ, তাই কাজের স্বাচ্ছন্দ্যবোধের জায়গাটা ছিল। নিজের মতো করে কাজ করতে পেরেছি। মাঝে কাজের বিরতি শেষে আমি যখন আবার ফিরলাম তখন সবকিছু যেন নতুন করে শুরু হচ্ছিল। তবে শর্টফিল্মটি করতে গিয়ে বুঝলাম নিজেকে আবার ফিরে পাচ্ছি।’

এ সকল ব্যস্ততার পাশাপাশি পাপেট থিয়েটার নিয়েও কাজ করছেন নওশাবা। ‘টুগেদার উই ক্যান’ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তার, যেখানে পক্ষাঘাতগ্রস্থদের নিয়ে বেশকিছু পাপেট শো পরিচালিত হয়েছে। এছাড়া সামাজিক সচেতনতামূলক কাজও করছে তারা। নওশাবা বলেন, ‘আমার শুরুটা তো আসলে পাপেট দিয়ে। সেখান থেকে এই পর্যন্ত আসার। তাই আমার সব কাজের মধ্যেও এটি করতেই হয়। যেহেতু এখন পাপেটে ভয়েস দিতে পারছি না, তাই ভিন্নভাবে এর সঙ্গে রয়েছি।’

নওশাবার বেশ কয়েকটি সিনেমাও মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো এ বছর ও আগামীবছর মিলিয়ে একে একে মুক্তি পাবে।