শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘আমরা ঠিক সময়েই নির্বাচন দিচ্ছি’

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৬

বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন কবে হবে এ নিয়ে এতদিন অপেক্ষা থাকলেও অবশেষে শেষ হয়েছে অপেক্ষার অবসান। অক্টোবর মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্রশিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। তফসিল ঘোষণা করা হবে এ মাসেই। তবে মেয়াদ শেষ হওয়ার পর ৯০ দিন পার হয়ে গেলেও এখনো নির্বাচন হচ্ছে না কেন? এমন প্রশ্ন করেন সংশ্লিষ্ট অনেক অভিনয়শিল্পী। সেই জবাবও দিয়েছেন মিশা সওদাগর। তিনি বলেন, ‘৯০ দিন পার হয়েছে আগস্ট মাসে। নির্বাচন মানেই শিল্পীদের মিলনমেলা। উত্সবমুখর পরিবেশে নির্বাচন। তাই শোকের মাসে আমরা নির্বাচন দিতে চাইনি। এটি সবারই জানা। তাই এই মাসে সংশ্লিষ্ট সবাই বসে তারিখ ঘোষণা করার কথা রয়েছে। আমরা ঠিক সময়েই নির্বাচন দিচ্ছি। অক্টোবর মাসে নির্বাচন হবে এটাই চূড়ান্ত। এই মাসে তফসিল ঘোষণা হবে।’ পারিবারিক কারণে বেশ কয়েকদিন যুক্তরাষ্ট্রে ছিলেন মিশা। সেখান থেকে ফিরে নির্বাচন প্রস্তুতির পাশাপাশি সিনেমা নিয়েও ব্যস্ততা শুরু হয়েছে তার। হাতে রয়েছে অনেকগুলো সিনেমা। এরইমধ্যে শুরু করেছেন ‘আগুন’ সিনেমার শুটিং। শিগগিরই শুরু করবেন কাজী হায়াত্ পরিচালিত ‘বীর’ সিনেমা। সিনেমার বর্তমান অবস্থা ও সিনেমার সংখ্যা কমে যাওয়া প্রসঙ্গে মিশা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমরা সবাই এক পরিবার। আমাদের সিনেমার অবস্থাটা এখন কেমন যাচ্ছে তা নতুন করে ব্যাখ্যার কিছু নেই। ভালো সিনেমা নির্মাণের প্রচেষ্টা সবার রয়েছে। তবে ধারাবাহিকতা প্রয়োজন। আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টাটা বাড়ালেই আমাদের ভালো সময় আবার আসবে।’