শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সালমান শাহ জন্মোত্সব

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩০

বিনোদন রিপোর্ট

 

চলতি মাসের ১৯ তারিখ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৪৮তম জন্মদিন। নন্দিত এই নায়কের জন্মদিন উপলক্ষে ২০ থেকে ২৬ সেপ্টেম্বর ‘সালমান শাহ জন্মোত্সব-২০১৯’ আয়োজন করে ঢুলি কমিউনিকেশনস । টিএম ফিল্মস নিবেদিত এই জমকালো উত্সব চলবে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে। টিএম ফিল্মস এর চেয়ারম্যান দেশের অন্যতম সৌন্দর্য্যবিদ ফারজানা মুন্নী বলেন, ‘সালমান শাহ আমাদের সর্বস্তরের মানুষের কাছে স্বপ্নের নায়ক। তাঁকে নিয়ে আয়োজিত এই বিশেষ উত্সবের সঙ্গে আমরা যুক্ত হতে পেরে ভালো লাগছে।’ এদিকে সালমানের সৃজন উত্কর্ষতাকে অনুপ্রেরণায় পরিণত করতে এবং প্রজন্ম থেকে প্রজন্মে তাঁর সিনেমা ছড়িয়ে দিতেই এই জন্মোত্সবের আয়োজন করা হচ্ছে বলে জানায় ঢুলি কমিউনিকেশনস সংশ্লিষ্টরা।

জমকালো উদ্বোধনী ও সমাপণী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০ সেপ্টেম্বর থেকে ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহে সপ্তাহজুড়ে প্রদর্শিত হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৬টি চলচ্চিত্র। তার আগে ১৯ সেপ্টেম্বর জন্মদিনকে ঘিরে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে কেক কেটে নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হবে এই জন্মোত্সব।

প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় ‘সালমান শাহ স্মরণ উত্সব’।