শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘রূপকথার মা’

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৯:৫৯

 

একুশে টেলিভিশনে আজ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘রূপকথার মা’। অঞ্জন আইচের চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, সাদিয়া ইসলাম মৌ, ফারুক আহমেদ, শ্যামল মাওলা, শামিমা তুষ্টি, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, আহসান কবীরসহ অনেকে। ধারাবাহিকটি প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে।

এলাকার সবাই তাকে ডাকে নতুন মা। মা যেন তার পদবি। সে রাখালের কাছে মা, আবার তারকের কাছেও মা। হঠাত্ করে তার মনে হয় অনেকদিন আগের কথা। যখন সে ব্রজ বাবুর সংসার থেকে এক কাপড়ে বেরিয়ে এসেছিল। ব্রজ বাবু অত্যন্ত ভালো ও সাধু প্রকৃতির মানুষ। কোনো ধরনের দোষত্রুটি তার মধ্যে নেই। তারপরও বিনা কারণে তাকে ত্যাগ করে রমনীর হাত ধরে চলে যায় সে। অথচ রমনী তাকে তার যোগ্য সম্মান দিতে পারেনি। এ নিয়েই চলতে থাকে তার জীবনযাপন। এবাবে কেটে যায় প্রায় ১২ বছর। কাহিনির এ পর্যায়ে নতুন মা দেখা করতে আসে ব্রজ বাবুর সঙ্গে। ব্রজ বাবুকে দেখে তার খুব বেশি কষ্ট হয়। সে তাকে এক রকমের শান্তনা দিতে শুরু করে। কিন্তু ব্যাপারটা টের পেয়ে যায় রমনী বাবু। এই নিয়ে অশান্তি শুরু করে। সব দোষ গিয়ে পড়ে রাখালের ওপর। কাহিনি মোড় নেয় অন্যদিকে।