শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রেক্সিটপন্থি ভোটারদের কাছে টানার চেষ্টায় বরিস

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

আগামী বৃহস্পতিবার আগাম পার্লামেন্ট নির্বাচন উপলক্ষ্যে ব্রেক্সিটপন্থি ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। তার দল ব্রেক্সিট পরিকল্পনা পেশ করেছে তা বাস্তবায়ন করা খুবই কঠিন হবে। সরকারের এক পর্যবেক্ষণের এ সংক্রান্ত তথ্য ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন প্রধানমন্ত্রী বরিস। বিরোধী লেবার পার্টি নির্বাচনে জিতলে একটি গণমুখী বাজেট প্রণয়নের অঙ্গীকার করেছে। খবর বিবিসি ও ব্রিটিশ পত্রিকা দ্য ইন্ডিপেন্ডেটের যেসব আসনে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়া তথা লেবার পার্টির পক্ষে ভোটার বেশি সেখানে জোর প্রচারণা চালাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। ২০১৬ সালের গণভোটে ৫২ শতাংশ ভোটার ইইউ থেকে বের হওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। বরিস জনসন ঐসব আসনে গিয়ে শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন। ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে তথ্য ফাঁস হওয়ার পর বিরোধীরা কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, বরিসের ওপর বিশ্বাস রাখা কঠিন।

বিরোধী লেবার পার্টি নির্বাচনে জিতলে একটি গণমুখী বাজেট প্রণয়ন করা হবে বলে জানিয়েছে। ছায়া অর্থমন্ত্রী জানিয়েছেন, বাজেটে সরকার কৃচ্ছতা সাধনের যে ব্যবস্থা নিয়েছেন তা নিরসন করা হবে এবং জনগুরুত্বপূর্ণ খাতে ব্যয় বাড়ানো হবে। ক্ষমতাসী কনজারভেটিভ দল এর সমালোচনা করে এটাকে অবাস্তব বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্যের ইতিহাসে এমন একটি নির্বাচন হয়তো আর কখনোই হয়নি যেখানে পুরো দেশটা মনে হচ্ছে যেন দু’ভাগে ভাগ হয়ে গেছে। এর কারণ একটাই ব্রেক্সিট, অর্থাত্ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ। এই নির্বাচনকেই বলা হচ্ছে ‘দ্য ব্রেক্সিট ইলেকশন’।