শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভিপি নুর ও তার সহযোগীদের প্রতি হুঁশিয়ারি সাদ্দামের

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২২:৪৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সাধারণ সম্পাদক (এজিএস) সাদ্দাম হোসেন ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের প্রতি হুঁশিয়ার করে বলেছে, প্রশাসন যদি নুর ও তার সহযোগীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে ডাকসু কোনোমতেই কালক্ষেপণ করবে না। তিনি বলেন, ভিপি নুরের অপকর্ম গোপন করা ও তার সংগঠনের বিস্তৃতির জন্য যদি পুনরায় সাজানো ক্যাম্পাসকে অস্থিতিশীল করা হয়, শিক্ষার পরিবেশ নষ্ট করা হয়, তাহলে প্রশাসনের নিকট আহবান থাকবে কঠোর হস্তে তা দমন করার। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হামলার সিসি টিভি ফুটেজ নুর ও তার সংগঠনের নেতা-কর্মীরা নিয়ে গেছে জানিয়ে এজিএস সাদ্দাম বলেন, হামলার দিন ভিপি নুরুল হকের সংগঠনের নেতাকর্মীরা আগেই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। সে ঘটনাকে লুকাতে এই সিসিটিভি ফুটেজ গায়েব করা হয়। এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে সামপ্রদায়িক শক্তি হিসেবে অভিহিত করেন সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন বলেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীদের আগেও মারধর করেছে। এর জের ধরেই ডাকসুর ওই ঘটনা ঘটেছে। ঘটনায় দুই পক্ষেরই দায় রয়েছে। কারো পক্ষেই ছাত্রলীগ নেই। যারাই ওই ঘটনার সঙ্গে জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এসব ব্যাপারে নুর সিরিয়াল লায়ারে পরিণত হয়েছে। সাদ্দাম হোসেন বলেন, ডাকসু ভবনের মধ্যে অবস্থান করা নুরের সহযোগী বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে; ডাকসু ভবনে ভাংচুরে জড়িত উভয় পক্ষের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে; সামপ্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় নুরকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।