শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেকর্ড জুটিতে শক্ত অবস্থানে বাংলাদেশ

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৪৭

টেস্ট ক্রিকেটে আরেকটি স্বপ্নিল দিন কাটাল বাংলাদেশ। ক্যান্ডিতে শ্রীলঙ্কাকে রানের চাপে ফেলে উপভোগ্য সময় কাটছে টাইগারদের। টানা দুটি দিন স্বাগতিকদের হতাশায় পুড়িয়ে ম্যাচে শক্ত অবস্থায় মুমিনুল হকের দল। এমন মঞ্চ তৈরিতে বড় অবদান নাজমুল হোসেন শান্ত ও মুমিনুলের দৃঢ়চেতা ব্যাটিংয়ের। তৃতীয় উইকেটে ২৪২ রানের রেকর্ড জুটি গড়েছেন তারা।

গতকাল দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৭৪ রান। মুশফিকুর রহিম ৪৩, লিটন দাস ২৫ রানে অপরাজিত আছেন। পাল্লেকেলে স্টেডিয়ামে আলোর স্বল্পতার কারণে গতকাল দেড় ঘণ্টা আগে বন্ধ হয়ে যায় খেলা। পরে আর ম্যাচটা শুরু করা যায়নি। ওভারের ঘাটতি কাটাতে আজ তৃতীয় দিনে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে খেলা শুরু হবে।

গতকাল ৬৫ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে বাংলাদেশ। দিনের প্রথম সেশনে অবিচ্ছিন্ন থেকে ৭৮ রান যোগ করেন শান্ত-মুমিনুল। লাঞ্চের আগেই বিদেশের মাটিতে প্রথম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। যা তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি। শান্ত ১৫০ পূর্ণ করেন ৩৪৩ বলে। তবে লাঞ্চের পর তাদের যুগলবন্দিতে ভাঙন ধরাতে সমর্থ হয় লঙ্কানরা। কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরেন শান্ত। ১৬৩ রান (১৭ চার, ১ ছয়) করেন তিনি। তাদের ২৪২ রানই তৃতীয় উইকেটে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। চা বিরতির আগে ধনাঞ্জয়ার বলে স্লিপে ক্যাচ দেন মুমিনুল। ৩০৪ বলে ১২৭ রানের ইনিংস খেলেন তিনি। পরে ৫০ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেন মুশফিক-লিটন।