শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় ২৯৭ শিল্পী কলাকুশলীকে প্রধানমন্ত্রীর অনুদান

আপডেট : ২২ এপ্রিল ২০২১, ২২:৫০

করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে খুলনা জেলায় ২৯৭ জন কর্মহীন শিল্পী-কলাকুশলী ও কবি-সাহিত্যিকদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৯ লাখ ৭০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এ অনুদানের চেক তুলে দেন। চেক বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, করোনা পরিস্থিতিতে সরকার দুস্থ ও অসহায় মানুষের পাশে আছে। করোনা মোকাবিলায় সরকারের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সেক্টরে প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি ইতিমধ্যে ৩৮ লাখ মানুষকে আর্থিকসহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সিটি মেয়র করোনা ভাইরাস প্রতিরোধে দলমতনির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে মেয়র ২৯৭ জন কর্মহীন শিল্পী, কলাকুশলী ও কবি-সাহিত্যিকের হাতে ১০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করেন।