শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুঁজিবাজারে বড়ো দরপতন

আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২২:২২

পুঁজিবাজারে দরপতন থামছে না। গতকাল মঙ্গলবার বড় দরপতনের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন নেমেছে তিনশ কোটির নিচে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা দরপতনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে গতকাল মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬৩ পয়েন্ট কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১৮৫ পয়েন্ট। এর আগে গত তিন কার্যদিবসে ডিএসইতে সূচক বাড়ে ৭৫ পয়েন্ট। এরপর মঙ্গলবার ব্যাপক দরপতন হলো। দরপতনের প্রতিবাদে মঙ্গলবার মতিঝিলে ডিএসই’র সামনে বিক্ষোভ করেন সাধারণ বিনিয়োগকারীরা। গতকাল ডিএসইতে মাত্র ২৯৮ কোটি টাকার লেনদেন হয়েছে। দুপুরে ডিএসইর সামনে         বিক্ষোভরত বিনিয়োগকারীরা বলেন, অর্থমন্ত্রী পুঁজিবাজারের উত্থানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন এমনটাই আশা ছিল। কিন্তু সেরকম কোনো লক্ষণ নেই। সোমবার সরকারি ছুটির দিনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছিলেন, বর্তমান পুঁজিবাজার ঠিকই আছে। এমন মন্তব্যে আশ্বস্ত হতে পারছেন না সাধারণ বিনিয়োগকারীরা। পুঁজিবাজার নিয়ে তাদের আতঙ্ক কাটছে না। গত এক মাসের ব্যবধানে ডিএসই প্রধান সূচক কমেছে প্রায় আড়াইশ পয়েন্ট। তিন মাসের ব্যবধানে প্রায় হাজার কোটি টাকার লেনদেন, তিনশ কোটির নিচে নেমে এসেছে। পুঁজিবাজারে বড় পরিবর্তন আশা করছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৪ টির, কমেছে ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টি কোম্পানির শেয়ার। ডিএসইতে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো, মুন্নু সিরামিকস, ইউনাইটেড ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসেস, ইস্টার্ন লুব্রিকেন্টস, কাট্টালি টেক্সটাইল লি., ১ম প্রাইম ফাইন্যান্স মি.ফা., ডেল্টা ব্র্যাক হাউজিং, মুন্নু স্টাফলার, সায়হাম কটন ও মেট্রো স্পিনিং।

গতকাল ডিএসইতে মোট ৩৪২ টি কোম্পানির ৭ কোটি ৬৩ লাখ ৯২ হাজার ৭৭৪ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৯৮ কোটি ৬২ লাখ ৯৩ হাজার ১০৩ টাকা। রবিবার লেনদেন হয়েছিল ৩৫১ কোটি ৮৪ লাখ টাকার। গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬২ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৫২৬০ দশমিক ৮৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২০ দশমিক ২১ পয়েন্ট কমে ১৮৭২ দশমিক ৭৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১৫ দশমিক ৮০ পয়েন্ট কমে ১২১৫ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিকে গতকাল অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৬টির, কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর।