বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুই আসামির ফাঁসির আদেশ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২২:২২

ইত্তেফাক রিপোর্ট

মানবতাবিরোধী অপরাধের দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এরা হলেন, নেত্রকোণার সোহরাব আলী ওরফে ছোরাপ ও হেদায়েত উল্লাহ ওরফে আঞ্জু। এর মধ্যে আঞ্জু পলাতক। মুক্তিযুদ্ধকালীন নেত্রকোণার আটপাড়ায় হত্যা, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় ছোরাপকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং বাকি তিনটি অভিযোগে দশ বছর করে কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মুক্তিযুদ্ধকালীন পাক হানাদার বাহিনীর সহযোগিতায় গঠিত শান্তি কমিটিতে যোগ দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। তবে রায়ে সন্তোষ প্রকাশ করেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল।