শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমেরিকার সঙ্গে যুদ্ধ হলে ইরান ধ্বংস হবে

আপডেট : ২০ মে ২০১৯, ২২:৩৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, আমেরিকার সঙ্গে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান ধ্বংস হয়ে যাবে। রবিবার এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তবে ইরান এই হুঁশিয়ারি প্রত্যাখান করে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইতিহাসের দিকে নজর দিতে বলেছে। খবর বিবিসির

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ চাইলে সেটি হবে দেশটির আনুষ্ঠানিক সমাপ্তি। তিনি ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, তারা যেন আর কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি না দেয়। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র অতিরিক্ত যুদ্ধজাহাজ এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে। কয়েকদিন আগেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। কিন্তু এখন ট্রাম্পের       বক্তব্যে সেখান থেকে সরে আসার লক্ষণ দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পও বলেছিলেন যে, তিনি আশা করেন ইরানের সঙ্গে কোন যুদ্ধ হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফও বলেন, যুদ্ধের কোন সম্ভাবনা নেই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনায় পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সৌদি বাদশাহ সালমান ৩০ মে মক্কায় এক জরুরি বৈঠকে বসার জন্য আরব লীগ এবং উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসি সদস্যদের আমন্ত্রণ পাঠিয়েছেন।