শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জগন্নাথপুরে রিকশাচালক হত্যা :একজন গ্রেফতার

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৫৩

জগন্নাথপুরে চাঞ্চল্যকর রিকশাচালক জমিল হোসেনকে (৩৫) লোহার শিকলে বেঁধে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ প্রধান খুনি শাকিল মিয়া সেকেলকে (৩০) গ্রেফতার করেছে। নিহত রিকশাচালক জমিল হোসেন নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার আছাদপুর নোয়াপাড়া গ্রামের মৃত মফিজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকার একটি কলোনিতে পরিবার নিয়ে বসবাস করতেন। গ্রেফতারকৃত প্রধান খুনি শাকিল মিয়া সেকেল জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের এখলাছ মিয়ার ছেলে। হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জমিল হোসেনের স্ত্রী জামেনা বেগম বাদী হয়ে শনিবার রাতে থানায় শাকিল মিয়া সেকেলকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি হত্যার সাথে জড়িত অন্য খুনিদের গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। এসময় থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।