শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয় :বাংলাদেশ

আপডেট : ২১ আগস্ট ২০১৯, ২২:১৯

জম্মু-কাশ্মীরকে বিশেষ মর্যাদা ও বিশেষ স্বায়ত্তশাসন দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের বিষয়টিকে ‘ভারতের অভ্যন্তরীণ ইস্যু’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সরকারের এই অবস্থানের কথা জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল দেশটির অভ্যন্তরীণ              বিষয়। বাংলাদেশ নীতিগতভাবে সব সময়ই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা আশা করে। একইসঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা এই অঞ্চলের সব দেশের জন্য অগ্রাধিকার হওয়া উচিত।

এদিকে তিন দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল বুধবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সফর নিয়ে এক টুইট বার্তায় জয়শঙ্কর বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাকে স্বাগত জানানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আমাদের সম্পর্ক একটি ইতিবাচক অগ্রগতিতে পৌঁছানোয় আমরা খুশি।