শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫০

চট্টগ্রামে তরুণ চিকিত্সক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যার প্ররোচনা মামলায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার এসআই আবদুল কাদের গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন। অভিযোগপত্রে আকাশের স্ত্রী তানজিলা হক মিতুসহ পাঁচ জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—  মিতুর মা শামীমা শেলী, বাবা আনিসুল হক চৌধুরী, ছোটো বোন সানজিলা হক চৌধুরী আলিশা এবং মিতুর কথিত বন্ধু ডা. মাহবুবুল আলম। মামলার এজাহারভুক্ত ছয় আসামির মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয় নাগরিক উত্তম প্যাটেলকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

গত ৩১ জানুয়ারি নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেন আকাশ। একই দিন রাতে নন্দনকানন এলাকায় এক আত্মীয়র বাসা থেকে মিতুকে আটক করে পুলিশ।