শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অর্ধবছরে এমিরেটসের নিট মুনাফা সাড়ে ২৩ কোটি ডলার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:৩৩

এমিরেটস এয়ারলাইন, ডানাটা ও অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ গতকাল তাদের বছরের প্রথমার্ধের প্রতিবেদন প্রকাশ করেছে। ৩০ সেপ্টেম্বর সমাপ্ত অর্ধবছরে এমিরেটস এয়ারলাইন ২৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলার নিট মুনাফা অর্জন করছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮২ শতাংশ বেশি। যদিও উক্ত সময়ে এমিরেটসের রাজস্ব এবং অন্যান্য অপারেটিং আয় পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কমে ১,২৯০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এমিরেটস এয়ারলাইন ও গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম বলেন, বৈশ্বিক অবস্থা কী হবে তা সম্পর্কে আগাম বলা কঠিন। তবে পরের ৬ মাস এয়ারলাইন এবং ভ্রমণ শিল্পকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে বলে মনে হচ্ছে। একই সঙ্গে তীব্র প্রতিযোগিতার ফলে মুনাফা মার্জিনও ক্ষতিগ্রস্ত হবে। —প্রেস বিজ্ঞপ্তি