শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উত্পাদনশীলতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করবে এনপিও এবং ডিসিসিআই

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:৩৪

জাতীয় অর্থনীতির বিভিন্ন খাত ও উপখাতে উত্পাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে যৌথ অংশীদারির ভিত্তিতে কাজ করতে সম্মত হয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। গতকাল এ লক্ষ্যে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শিল্পসচিব মো. আবদুল হালিমের উপস্থিতিতে সমঝোতা স্মারকে এনপিওর পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এবং ডিসিসিআইর পক্ষে সংগঠনের সভাপতি ওসামা তাসীর স্বাক্ষর করেন। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ডিসিসিআইয়ের নেতারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুযায়ী, বিভিন্ন শিল্প খাত ও উপখাতে উত্পাদনশীলতা বাড়াতে এনপিও এবং ডিসিসিআইয়ের যৌথ উদ্যোগে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হবে। সেই সঙ্গে ডিসিসিআই প্রতি বছর ২ অক্টোবর জাতীয় উত্পাদনশীলতা দিবস উদ্যাপনে এনপিওকে সহায়তা করবে।