আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডেইরি ব্র্যান্ড ফার্ম ফ্রেশ, পাস্তুরিত তরল দুধ উত্পাদন ও বিপণনের জন্য সবচেয়ে টাটকা দুধের প্রতিশ্রুতিতে ‘খামার থেকে গ্লাসে দিনে দিনেই আসে’ শিরোনামে একটি নতুন ক্যাম্পেইন শুরু করেছে। গত ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে মাসব্যাপী। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা ভালো মানের পাস্তুরিত দুধের প্রক্রিয়াজাতকরণ সম্পর্কেও বিস্তারিত জানতে পারবে।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এজিএম মাইদুল ইসলাম বলেন, ‘আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড দুধের গুণগত মান সম্পূর্ণভাবে নিশ্চিত করতে খামার থেকে বাজারে আসা পর্যন্ত প্রতিটি ধাপে কঠোরভাবে মান নিয়ন্ত্রণ করে থাকে। —প্রেস বিজ্ঞপ্তি