শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবারের আয়কর মেলায় ৩২ শতাংশ বেশি রিটার্ন দাখিল হয়েছে

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:২৩

বুধবার শেষ হওয়া আয়কর মেলায় দেশব্যাপী ৬ লাখ ৫৫ হাজার ৯৫ করদাতা তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এতে আয়কর আদায় হয়েছে ২ হাজার ৬১৩ কোটি ৪৬ লাখ টাকা। গত বছর আয়কর মেলায় রিটার্ন দাখিল হয়েছিল ৪ লাখ ৮৭ হাজার ৫৭৩। সেই হিসেবে এবারের আয়কর মেলায় রিটার্ন জমার হার বেড়েছে ৩২ শতাংশ। এছাড়া এবার ৩২ হাজার ৯৬১ জন নতুন করে করদাতা শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নেওয়ার মাধ্যমে আয়করের খাতায় নাম লিখিয়েছেন। সব মিলিয়ে এবার মেলায় এসে সেবা নিয়েছেন ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭ জন। গতবারের মেলায় এ সংখ্যা ছিল সাড়ে ১৬ লাখের মতো। দেশব্যাপী আয়কর মেলা শেষ হওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বুধবার রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০১০ সালে আয়কর মেলা শুরু হওয়ার পর থেকেই করদাতাদের মধ্যে এ নিয়ে আগ্রহ তৈরি হতে শুরু করে। মূলত আয়কর মেলায় হয়রানিমুক্তভাবে, স্বাচ্ছন্দ্যে এবং অনেকটা উত্সবের পরিবেশে কর দেওয়ার সুযোগ রয়েছে। আয়কর অফিসে এখনো এ ধরনের পরিবেশের অভাব রয়েছে বলে অভিযোগ রয়েছে করদাতাদের।  আয়কর মেলায় প্রতি বছরই মানুষের সরব উপস্থিতি উত্সাহিত করেছে মেলা আয়োজক প্রতিষ্ঠান এনবিআরকেও। এবারের মেলাও সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া। এছাড়া মেলা শেষে আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও এনবিআর সদস্য কালিপদ হালদার সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়, এবার বিকাশ, রকেট, নগদ, ইউপে শিওর ক্যাশ, ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে ৬ হাজার ৪২০ জন কর প্রদান করেছেন। এই সংখ্যা আগামীতে আরো ব্যাপকহারে বাড়বে বলে আশা করছে এনবিআর।