শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নির্মাণকাজের ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার জরুরি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪১

গোলটেবিল বৈঠকে বক্তারা

 ইত্তেফাক রিপোর্ট

দেশের অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে ব্যক্তি, প্রাতিষ্ঠানিক এবং সরকারি পর্যায়ে নির্মাণ খাতে ব্যাপক কাজ হচ্ছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও শ্রমিকদের উদাসীনতা, আধুনিক প্রযুক্তির ব্যবহার না হওয়া ও আইন প্রয়োগের অভাবসহ নানাবিধ কারণে নির্মাণকাজে ঝুঁকি কমানো সম্ভব হচ্ছে না। বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার সেন্টারে ‘নির্মাণ ঝুঁকি মোকাবিলায় সমন্বিত প্রস্তাবনা :সচেতনতা বাড়াতে অংশীজনদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকরা এসব কথা বলেন। আরএফএল পাইপ অ্যান্ড ফিটিংসের সহযোগিতায় এই বৈঠক আয়োজন করে দ্যা ডেইলি স্টার। বৈঠকটি সঞ্চালনা করেন ডেইলি স্টারের সহযোগী সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহেদুল আনাম খান। বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান বলেন, ‘নির্মাণকাজের ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে সামষ্টিক উদ্যোগ নিতে হবে। আরএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, ‘নির্মাণকাজের সঙ্গে যারা জড়িত তারা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আইন যথাযথভাবে মেনে চললে নির্মাণকাজের ঝুঁকি নিরসন করা সম্ভব হবে’।

সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবু সাদেক বলেন, ‘নির্মাণকাজের ঝুঁকি কমাতে প্রচলিত নির্মাণসামগ্রীর পরিবর্তন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এছাড়া ভবন, সড়ক নির্মাণের পরিকল্পনা পর্যায়েই ঝুঁকিগুলো শনাক্ত করতে হবে। এতে ঝুঁকি এড়ানো সম্ভব হবে’। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির (বিএসিআই) সভাপতি এস এম খোরশেদ আলম, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তারেকউদ্দিন, ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) অনারারি অ্যাসিসটেন্ট সেক্রেটারি জেনারেল প্রকৌশলী খায়রুল বাশার ও ইউনাইটেড হাসপাতালের চিকিত্সক ডা. রওশন আরা খানম।