শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যাংক ঋণ ও বিলের বিষয়ে সহায়তা চায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:২৮

বর্তমান সংকটময় পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা চরম দুরবস্থায় ভুগছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য দোকান ভাড়া, কর্মচারীদের বেতন, ব্যাংক লোন, বিদ্যুত্ ও সার্ভিস চার্জ বিলসহ অন্যান্য আনুষঙ্গিক বিলের ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি ও হস্তক্ষেপ চায় ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। সমিতির সভাপতি তৌফিক এহসান ও সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে দোকান মালিকরা বলেন, বর্তমান সংকটময় পরিস্থিতি মোকাবিলায় জন্য ব্যবসায়ী বান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সিদ্ধান্ত ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে পালন করছে। এমন পরিস্থিতিতে ক্ষুদ্র এ ব্যবসায়ীদের স্বার্থ দেখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন দোকান মালিকরা।