শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যাপশন নিউজ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৩

মুজিববর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে অংশীদার হিসেবে কাজ করার লক্ষ্যে এক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বিএটি বাংলাদেশেরবনায়নপ্রকল্প। সম্প্রতি রাজধানীর পিলখানায় বিজিবি হেডকোয়ার্টারে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল মো. তৌহিদুল ইসলাম এবং বিএটি বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রধান মুবিনা আসাফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বিএটি বাংলাদেশে ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম উপস্থিত ছিলেন

 

০০০

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঋণ প্রণোদনা প্যাকেজের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণপ্রাপ্তির লক্ষ্যে আইএফআইসি ব্যাংক লিমিটেড বাংলাদেশ দোকান মালিক সমিতির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনের সুরমা টাওয়ারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হাসনাত বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন

 

০০০

 

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ ইন্টারন্যাশনাল শরিয়াহ্ রিসার্চ একাডেমি ফর ইসলামী ফাইন্যান্স (আইএসআরএ) মালয়েশিয়ার যৌথ উদ্যোগে চার দিনব্যাপী কর্মশালা শনিবার অনলাইন প্ল্যাটফরমে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থসচিব আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আইএসআরএ মালয়েশিয়ার নির্বাহী পরিচালক অধ্যাপক . মোহাম্মদ আকরাম লালদিন, বাহরাইনভিত্তিক অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সেক্রেটারি জেনারেল ওমর মুস্তফা আনসারী প্রমুখ