শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মেসে ফ্রাঙ্কফুর্টের আয়োজনে চলছে টেকটেক্সটিল ও টেক্সপ্রসেস

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:১৪

গত ১৪ মে শুরু হয়েছে টেকটেক্সটিল ও  টেক্সপ্রসেস প্রদর্শনী। মেসে ফ্রাঙ্কফুর্ট আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকেও প্রতিনিধিদল যোগ দিয়েছে। টেক্সটাইল খাতের প্রযুক্তিগত উত্কর্ষে তৈরি সর্বশেষ পণ্য প্রদর্শনের পাশাপাশি বস্ত্র প্রক্রিয়াকরণ শিল্পের বিবর্তনের বিষয়টি উপস্থাপন করা হয়েছে। ফ্রাঙ্কফুর্ট এম মেইনে অনুষ্ঠিত এই মেলা চলবে ১৭ মে পর্যন্ত। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক বাংলাদেশের জন্য টেকটেক্সটিল এবং টেক্সপ্রসেস হলো একটি খুব ভালো প্ল্যাটফর্ম। বাংলাদেশি প্রস্ততকারকেরা ডিজাইন, কাটিং, সেলাই, নিটিং এবং এমব্রয়ডারি থেকে শুরু করে ফিনিশিং, রিফাইনিং, আইটি এবং লজিস্টিকস-এর সহযোগিতার জন্য দরকারি সবরকমের মেশিন পাওয়া যাচ্ছে এই প্রদর্শনীতে।

‘শহুরে বসবাস, ভবিষ্যতের শহর’ হলো এবারের  টেকটেক্সটিল এবং টেক্সপ্রসেসের মূল বিষয়। একটি হলে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে যে কিভাবে শহুরে ব্যবস্থাপনায় মানুষের বসবাসকে আরো উন্নত করা যায় উদ্ভাবনী টেক্সটাইল পণ্যের মাধ্যমে। দর্শকেরা এখন চাইলেই টেকনিক্যাল টেক্সটাইল তৈরির পুরো প্রণালিটি দেখতে পারেন, কীভাবে তন্তু বা সুতা  থেকে নানারকম উদ্ভাবনী কাপড় প্রস্তুত হয়, আবার ব্যবহার শেষে, সেগুলোকে কীভাবে রিসাইকেল বা পুনর্ব্যবহার করা যায়।— প্রেস বিজ্ঞপ্তি।