শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন

আপডেট : ১৫ মে ২০১৯, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

নিম্নমুখী প্রবণতায় গতকাল শেষ হয়েছে দেশের উভয় পুঁজিবাজারের লেনদেন। কমেছে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে মোট ৩৪১টি কোম্পানির ৯ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ২৮৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ২৫৬ কোটি ২৭ লাখ ৭৫ হাজার ৬৮৪ টাকা। যা আগের দিনের চেয়ে ৫ কোটি টাকা বেশি। ডিএসইতে গতকাল দর বৃদ্ধির শীর্ষে ছিল আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট, ন্যাশনাল ফিডস লি., প্রগতি ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক লি., প্রিমিয়ার লিজিং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক লি. ও ফ্যাস ফাইন্যান্স।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ২১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ৫১৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ১২ দশমিক ৭০ পয়েন্ট কমে ১৮১২ দশমিক ৮২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক  ৯ দশমিক ১৫ পয়েন্ট কমে ১১৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৩টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক লি., ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক লি., আইএফআইসি ব্যাংক লি., এফএএস ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, লিগাসি ফুটওয়ার ও এসএস স্টিল।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯২৬ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির।