বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জেনেভায় শ্রম সম্মেলনে গুরুত্ব পাবে শ্রমিকের প্রতি সহিংতার ইস্যু

আপডেট : ২০ মে ২০১৯, ২১:৪২

ইত্তেফাক রিপোর্ট

কর্মক্ষেত্রে নারী শ্রমিকসহ শ্রমিকদের প্রতি সহিংসতা ও হয়রানি রোধের বিষয়ে গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও। আগামী মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সম্মেলনে (আইএলসি) ইস্যুটি বিশেষভাবে আলোচনায় আসবে। এ লক্ষ্যে ওই সম্মেলনে একটি নীতিমালা বা সুপারিশ গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র জানিয়েছে, ওই সুপারিশের বিষয়ে নীতিগতভাবে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে গঠিত ত্রিপক্ষীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে খুটিনাটি খতিয়ে দেখতে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব উম্মুল হাছনা ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ’র সভাপতি ড. রুবানা হক, বিইএফ এর সাধারণ সম্পাদক ফরুক আহমেদ এবং জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ। কমিটি শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাবনা জমা দেবে। সভায় অন্যানের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আহম্মদ, ড. রেজাউল হক ছাড়াও কারখানা মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।