শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ স্থাপনে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আপডেট : ২৩ মে ২০১৯, ২১:৪০

২০২৩ সালের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার

পথে রেল চালু হবে

 

 ইত্তেফাক রিপোর্ট

চট্টগ্রাম-কক্সবাজার ডুয়েল গেজ রেল লাইন স্থাপন প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ চুক্তি করেছে এশীয় উন্নয়ন ব্যাংক। গতকাল শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকারে পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং এডিবির কন্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ চুক্তিতে সই করেন। সাসেক চট্টগ্রাম-কক্সবাজার রেল প্রকল্পে দেড় বিলিয়ন ডলারের সহায়তায় করবে এডিবি। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় এই ঋণ চুক্তি করা হলো। চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে রেল সংযোগ স্থাপনে ১০২ কিলোমিটার ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মনমোহন প্রকাশ বলেন, এ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দিয়ে অর্থায়ন করছে এডিবি। প্রকল্পটি বাস্তবায়ন হলে কক্সবাজারের অপার সম্ভাবনার দ্বার খুলে যাবে। বিশেষ করে এই অঞ্চলের পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ অনেক বৃদ্ধি পাবে। ২০২৩ সালের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার পথে রেল চালু হবে। এর ফলে প্রতিবছর ২৯ লাখ যাত্রী এই পথে যাতায়াত করতে পারবে।