বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী এফবিসিসিআই

আপডেট : ১২ জুন ২০১৯, ২২:০৯

ইত্তেফাক রিপোর্ট

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আফ্রিকার দেশগুলোর সাথে বাণিজ্য এবং বিনিয়োগ আরও বাড়ানোর বিষয়ে আগ্রহী। আফ্রিকার দেশগুলোতে তৈরি পোশাক ও কৃষিখাতে বাংলাদেশের বিনিয়োগ বাড়াতে আগ্রহী ব্যবসায়ীরা। এর পাশাপাশি তথ্যপ্রযুক্তিসহ অন্য খাতগুলোতে বিদ্যমান বাণিজ্য আরও সম্প্রসারণের বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), তানজানিয়া প্রতিনিধিবৃন্দের মধ্যে গতকাল অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব বিষয়ে আলোচনা হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে এফবিসিসিআই সম্মেলনকক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এনডিসি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অ্যাম্বাসেডর পিটার কাল্লাঘে। প্রতিনিধিদলে চীন, তানজানিয়া, কেনিয়া, বতসোয়ানা, রুয়ান্ডা ও বুরুন্ডির প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, দ্রুত অগ্রসরমান উন্নয়ন প্রকল্পসমূহ, বেসরকারি খাতের শীর্ষ সংগঠন হিসেবে বিভিন্ন নীতি প্রণয়নে সরকারের সাথে এফবিসিসিআইয়ের অংশীদারত্বের বিষয়গুলো তুলে ধরেন। প্রতিনিধিদলের সদস্যবৃন্দ দেশের অর্থনীতি, বিনিয়োগ পরিস্থিতি, ব্যাংকিং খাত, ঋণের সুদের হার এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে জানতে চান। শেখ ফজলে ফাহিম প্রতিনিধিদের জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং ক্রমবর্ধমান অগ্রগতিতে দেশের বেসরকারি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত রপ্তানি সুবিধা পাওয়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের বড় সুযোগ রয়েছে। সরকারের আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে অন্যান্য দেশের পাশাপাশি চীনের ৪শ’র বেশি এবং জাপানের ২৭৯টি প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে। আফ্রিকার দেশগুলোতে তৈরি পোশাক, কৃষি এবং তথ্যপ্রযুক্তির পাশাপাশি বাংলাদেশের ইলেক্ট্রনিক্স, ভোগ্যপণ্য এবং হোম এ্যাপ্লায়েন্স সামগ্রী রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে।