শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চামড়াশিল্প পার্ক হবে রাজশাহীতে

আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২০:৩৮

বিসিক চেয়ারম্যানের সঙ্গে রাসিক মেয়রের বৈঠক

ইত্তেফাক রিপোর্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী রাজশাহীতে চামড়াশিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিংক) চেয়ারম্যান মো. মোশতাক হাসানের সঙ্গে বৈঠক করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সোমবার রাজধানীর বিসিক ভবনে অনুষ্ঠিত ঐ বৈঠকে রাজশাহীতে চামড়া শিল্পপার্ক গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। এ সময় বিসিক চেয়ারম্যান রাজশাহীর শিল্পায়নের ব্যাপারে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এরই মাধ্যমে রাজশাহীতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন রাসিক মেয়র। তিনি বলেন, রাজশাহীতে চামড়াশিল্প পার্ক গড়ে উঠলে উত্তরাঞ্চলের চামড়া ও চামড়াজাত পণ্যসামগ্রীর ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের মাধ্যমে এ অঞ্চলের বেকারত্ব দূর হবে । বৈঠকে বিসিক পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুল মান্নানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।