শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রকল্প বাস্তবায়নে ইচ্ছাকৃত দেরি হলে ব্যবস্থা :শিল্পমন্ত্রী

আপডেট : ২১ জুলাই ২০১৯, ২১:৩৬

যেসব প্রকল্প পরিচালক (পিডি) ইচ্ছাকৃতভাবে প্রকল্প বাস্তবায়নে দেরি করেছেন বলে প্রতীয়মান হবে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নে সফল কর্মকর্তাদের পুরস্কারের পাশাপাশি ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রবিবার ২০১৮-২০১৯ অর্থবছরে শিল্পমন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি প্রকল্প বাস্তবায়নে পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে মন্ত্রণালয়ের কর্ম সম্পাদন গতির সাথে তাল মিলিয়ে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

শিল্প মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সভায় শিল্প সচিব মো. আবদুল হালিম সভাপতিত্ব করেন। এ সময় জানানো হয়, সদ্য বিদায়ী অর্থবছরে শিল্প মন্ত্রণালয় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) অন্তর্ভুক্ত প্রকল্পগুলোর অনুকূলে বরাদ্দকৃত অর্থের শতকরা ৯৯ দশমিক ৩০ ভাগ ব্যয়ে সক্ষম হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় অগ্রগতির হার শতকরা ৯৪ দশমিক ৩২ ভাগ। উল্লেখ্য, ২০১৭-১৮ অর্থবছরে এ অগ্রগতির হার ছিল ৭৫.৪২ ভাগ।