শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলাদেশ থেকে ব্যবসায় গোটাচ্ছে সানোফি

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৬

ইত্তেফাক রিপোর্ট

গ্লাসগোস্মিথকেলাইন (জিএসকে)-এর পর বাংলাদেশ থেকে ব্যবসায় গুটিয়ে নিচ্ছে ফ্রান্সের বিখ্যাত ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান সানোফি। প্রায় ৬০ বছর ব্যবসায় পরিচালনার পর সম্প্রতি বাংলাদেশে তাদের স্বত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রতিষ্ঠানটির ব্যবসায়ের কৌশলগত কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে শিগগিরই একটি প্রতিনিধিদল এ দেশে আসবেন বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে উত্পাদন ক্ষমতা বৃদ্ধি না করায় প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। প্রতিযোগী অন্যান্য ওষুধ কোম্পানি তাদের উত্পাদনে ভিন্নতা আনলেও প্রতিষ্ঠানটি এ ক্ষেত্রে তেমন পরিবর্তন আনেনি। এর পরেও তারা লাভজনকভাবে ব্যবসায় পরিচালনা করছে। সানোফি বাংলাদেশ একটি পাবলিক লিমিটেড কোম্পানি যার ৪৫.৩৬ শতাংশ শেয়ার রয়েছে বাংলাদেশ সরকারের হাতে। টঙ্গীতে তাদের আন্তর্জাতিক মানের কারখানা রয়েছে। উল্লেখ্য গত বছরের জুলাই মাসে গ্লাসগোস্মিথকেলাইন (জিএসকে) বাংলাদেশ তাদের ওষুধ কারখানা গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয়। জিএসকে এদেশে প্রায় ৬০ বছর ধরে ওষুধ উত্পাদন করছিল।