শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিংয়ে দেশীয় পণ্য প্রদর্শনী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৮

টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং প্রদর্শনী বৃহস্পতিবার শেষ হয়। এতে বাংলাদেশি কিছু কোম্পানি অংশ নেয়। অ্যাপারেল সোর্সিং প্যারিস ইউরোপের সবচেয়ে বড় গার্মেন্ট সোর্সিং প্রদর্শনী। যেখানে ৭০০ প্রদর্শক যোগ দিয়েছেন। এই প্রদর্শনী ধারাবাহিকভাবে পোশাকের জন্য বিভিন্ন সোর্সিং, যেমন নিটওয়ার, ক্যাজুয়ালওয়ার, স্পোর্টসওয়ার, আউটারওয়ার, এবং করপোরেটওয়ার নিয়ে বিখ্যাত। মেসে  ফ্রাঙ্কফুর্ট আয়োজিত প্রদর্শনীটি প্যারিসে শুরু হয় ১৬ সেপ্টেম্বর থেকে। এবারের প্রদর্শনীতে অ্যাপারেল সোর্সিং আর লেদার ওয়ার্ল্ডের সঙ্গে মিলে মোট ১ হাজার ৭৯৯ জন প্রদর্শক অংশ নিচ্ছেন। এখনো পর্যন্ত এই প্রদর্শনীতে অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ২৯ হাজারের  বেশি দর্শক। এই প্রদর্শনী ১০ বছরেরও বেশি সময় ধরে এথিকাল ফ্যাব্রিক এবং টেকসই ফ্যাশনের উন্নয়নে কাজ করে। টেক্সওয়ার্ল্ড ডেনিম প্যারিস এবারে এক ছাদের নিচে নিয়ে আসে আন্তর্জাতিক মানের ডেনিম টেক্সটাইলস এবং ডেনিম কাপড় প্রস্তুতকারকদের।— প্রেস বিজ্ঞপ্তি