শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফটো ক্যাপশন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৩

সম্প্রতি এবি ব্যাংক ‘প্রফিট ফাস্ট’ নামে একটি অনন্য ফিক্সড ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে। ‘প্রফিট ফাস্ট’ একটি ডিপোজিট প্রোডাক্ট, যা অ্যাকাউন্টটি খোলার সময়ই এর গ্রাহককে তাত্ক্ষণিকভাবে মুনাফা প্রদান করে। এই প্রোডাক্টের আওতায় গ্রাহকরা মূল ডিপোজিটের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধাও নিতে পারবেন। এবি ব্যাংকের প্রেসিডেন্ট অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) সাজ্জাদ হুসাইন ‘প্রফিট ফাস্ট’ প্রোডাক্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন

০০

সম্প্রতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তাদের অংশগ্রহণে ৫ দিনব্যাপী ‘ইনভেস্টমেন্ট প্রসিডিউর’ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক প্রধান মো. হাফিজুর রহমান ও অনুষদ সদস্য মো. রেদওয়ান উল্লাহ উপস্থিত ছিলেন

০০

 

রবিবার রাজধানীর মিরপুর ডিওএইচএসে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ১১২তম শাখার উদ্বোধন করেন ব্যাংকের  চেয়ারম্যান এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালকবৃন্দ

 

০০

 

দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী এবং রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক শামসুল বাশার স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম আউলিয়া; এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব কার্ড ডিভিশন মামুন রশিদ, রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার মো. মাহমুদুল হাসান