শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিএসটিআইর অভিযানে ধরা পড়ল পেট্রোলপাম্পের ওজনে কারচুপি

আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২১:৩৩

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

ইত্তেফাক রিপোর্ট

পেট্রোলপাম্পে ওজনে কারচুপির অভিযোগ দীর্ঘদিনের। এসব কারচুপি রোধে এবার মাঠে নেমেছে সরকার। গতকাল বুধবার রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনসটিটিউশন (বিএসটিআই)। এতে তিনটি পেট্রোলপাম্পের বিরুদ্ধে ওজন ও পরিমাপে কারচুপির প্রমাণ মিলেছে। অভিযুক্ত প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা মহানগরীর মতিঝিল এলাকার মেসার্স পূবালী ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশন ও মেসার্স এ হাই অ্যান্ড কোম্পানি পেট্রোলপাম্প। ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মামলাও দায়ের করা হয়েছে। ঢাকা মহানগরীর মতিঝিল এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।  বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআইর সংশি­ষ্ট কর্মকর্তা  প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী পরিচালক ও প্রকৌশলী মো. রাকিবুল আলম উপস্থিত ছিলেন।