শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিদুত্ খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি প্রতিষ্ঠান

আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ২১:২৬

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশে বিদ্যুত্ খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে সৌদিভিত্তিক বিয়াদ কেব্ল গ্রুপ। কোম্পানির দুই সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে গতকাল সাক্ষাত্ করে এ আগ্রহের কথা জানান। সাক্ষাত্কালে প্রতিনিধিদল জানান, বিয়াদ কেবল গ্রুপ কোম্পানি বিশ্বের ৪র্থ বৃহত্ কেবল উত্পাদনকারী প্রতিষ্ঠান। এ সময়ে তাঁরা বিদ্যুত্ ও সৌরবিদ্যুত্  খাতে বিপুল বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বিডার সার্বিক সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিয়মকালে বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল  ইসলাম বিদ্যুত্ উত্পাদন খাতে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের উত্কৃষ্ট জায়গা এবং মানসম্মত পণ্যের বিশাল বাজার। সেই সঙ্গে রয়েছে শতভাগ রপ্তানির সুবিধা।

তিনি বলেন উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য বিডা প্রস্তুত। এ সময়ে বিডার পরিচালক মো. আরিফুল হক ও আইন বিষয়ককর্মকর্তা মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিয়াদ কেব্ল গ্রুপ কোম্পানির প্রতিনিধিদল ১২ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। সফরকালে তাঁরা বিদ্যুত্ বিভাগ ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাক্ষাত্ ও মতবিনিময় সভা করবেন।