শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এক দিন পর ফের দরপতন শেয়ারবাজারে

আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবার ফের সূচকের পতন হয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। সপ্তাহের প্রথমদিন রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বাড়লেও গতকাল প্রায় ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৬১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৫ পয়েন্টে। অবশ্য লেনদেন পূর্বের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৮৭ পয়েন্টে।

গতকাল ডিএসইতে ৩৫৪টি কোম্পানির ১১ কোটি ৫৮ লাখ ৮৮ হাজার ৭৮৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনের পরিমাণ ৩৫০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৮১৩ টাকা। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে  ৬৩টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ারদর।

গতকাল ডিএসইতে লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল টিউবস, প্রিমিয়ার ব্যাংক, ওয়াটা কেমিক্যালস, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলার, প্যারামাউন্ট ইনসিওরেন্স, কন্টিনেন্টাল ইনসিওরেন্স, সামিট পাওয়ার ও ইস্টার্ন ইনসিওরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : ইউনাইটেড পাওয়ার, ট্রাস্ট ব্যাংক, ইস্টার্ন ইনসিওরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, প্যারামাউন্ট ইনসিওরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, পূবালী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও গ্ল্যাস্কোস্মিথ ক্লাইন।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : সিভিও পিআরএল, মুন্নু সিরামিকস, সিলভা ফার্মা, জিকিউ বলপেন, প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স, ভিএফএস থ্রেড ডাইং, কাট্টলি টেক্সটাইল, কে অ্যান্ড কিউ, খান ব্রাদ্রার্স পিপি ও মিরাকেল ইন্ডাস্ট্রিজ।

এছাড়া গতকাল সিএসইতে টাকার অঙ্কে ২০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।