শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৯ পেট্রোল পাম্পসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআইয়ের মামলা

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ২১:০৯

ইত্তেফাক রিপোর্ট

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৯টি পেট্রোল পাম্পসহ ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে গতকাল তেজগাঁও, আমিন বাজার ও গাবতলী এলাকায় তিনটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের ও ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে তেজগাঁও এলাকার মেসার্স সততা এন্ড কোং, আমিন বাজার এলাকার মেসার্স চিস্তিয়া ফিলিং স্টেশন ও গাবতলী এলাকার মেসার্স নূর ডিজেল পাম্প ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়। অভিযানে বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তার ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এছাড়া রবিবার মিরপুর এলাকার মেসার্স পূর্বাচল গ্যাস ফিলিং, মেসার্স রহমান সার্ভিস স্টেশন এবং মেসার্স আল মোসাফিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া সোমবার উত্তরা ও গাজীপুর এলাকায় বিএসটিআই অভিযান পরিচালনা করে ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করে। অভিযুক্ত চারটি প্রতিষ্ঠানের মধ্যে উত্তরা আব্দুল্লাপুর এলাকার মেসার্স তাসিন সিএনজি ফিলিং স্টেশন, গাজীপুর এলাকার মেসার্স স্টার ফিলিং স্টেশন, মেসার্স রাজ ফিলিং স্টেশন, মেসার্স আহম্মেদ ফিলিং অ্যান্ড সিএনজি রিফুয়েলিং স্টেশনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।