শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অ্যাপেই বিজয়ের ইতিহাস

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৯, ২০:৩০

মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস

মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে আমরা বুঝি স্বাধীন বাংলাদেশের ইতিহাস। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ , ৭১ এর ঐতিহাসিক বিজয় বাংলাদেশিদের জীবনে একটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বাংলাদেশি হিসেবে সবারই মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস হলেও জানা জরুরি। এই অ্যাপটি থেকে আপনি জানতে পারবেন, যুদ্ধের

 (muktijuddho ১৯৭১) পটভূমি কী ছিল ? , কীভাবে পাকিস্তানিরা কূটকৌশল বের করেছিল? কীভাবে মুক্তিবাহিনী (heroes of war ১৯৭১) অগ্রসর হয়েছিল? কীভাবে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হলেন? একাত্তরের দিনগুলি তে কী ঘটেছিল? কীভাবে স্বাধীনতা অর্জিত হল?  কবে জাতীয় সংগীত গাওয়া শুরু হল? ইত্যাদি। এই অ্যাপটির কনটেন্ট নেয়া হয়েছে ইন্টারনেট থেকে যার রেফারেন্স হিসেবে আছে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র । যেহেতু এখানে সংক্ষেপে ইতিহাস বলা হয়েছে আরও অনেক জানতে চাইলে যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয় , বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী পড়ে দেখতে পারেন। এই বাংলা অ্যাপটি এমনভাবে সাজানো হয়েছে যে, যেন এস এস সি/ এইচ এস সি / বিসিএস / সরকারি চাকরি / ব্যাংক জব / বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি সহ সকল লিখিত পরিক্ষার উপযোগী করে তৈরি করা হয়েছে এমনকি মুক্তিযুদ্ধ রচনা হিসেবেও এটাকে ব্যবহার করা যাবে। আসছে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস - আমরা এই মুক্তিযুদ্ধের ইতিহাস জানি সেই সাথে জানি মুক্তিযুদ্ধের কবিতা ও মুক্তিযুদ্ধের দলিল। অ্যাপসটির ডাউনলোড লিংক-https://play.google.com/store/apps/details?id=com.usefulappsbd.war71

 

চার কিশোর মুক্তিযোদ্ধা

১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। দীর্ঘ ৯ মাসের যুদ্ধের পর এইদিনে ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য নিয়ে আ্ত্তসমর্পণ করেন পাকবাহিনীর প্রধান জেনারেল নিয়াজী। সেই যুদ্ধের গল্প তো তোমরা অনেক-ই শুনেছো

আজকে তোমাদের শোনাবো কিশোর মুক্তিযোদ্ধাদের গল্প। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে যারা তোমাদের বয়সেই একবুক সাহস আর ভীষণ দেশপ্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো ভীষণ ভয়ংকর এক অসম যুদ্ধে, তাদের গল্প। এবার চলো, আজকে আমরা চার খেতাব প্রাপ্ত কিশোর মুক্তিযোদ্ধার গল্প শুনে আসি। খেতাবপ্রাপ্ত মানে বুঝেছো তো? মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য মুক্তিযোদ্ধাদের ৪টি পদক দেওয়া হয়েছিলো — বীরশ্রেষ্ঠ, বীরউত্তম, বীরবিক্রম আর বীরপ্রতীক। ওরা চারজনই এই চারটির কোনো না কোন পদক পেয়েছেন। আর থাকছে এক ভয়ংকর কিশোর মুক্তিযোদ্ধার গল্প, যুদ্ধের নয়টি মাস যার নাম শুনলেই কেঁপে উঠতো স্থানীয় রাজাকারদের আত্মা! তো জেনে নিতে পারের ওদের অসম সাহসী যুদ্ধের রোমাঞ্চকর সব গল্প ।

 

মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল ১৯৭১ সালে সংঘটিত তত্কালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের সশস্ত্র সংগ্রাম, যার মাধ্যমে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে পৃথিবীর মানচিত্র আত্মপ্রকাশ করে। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সামরিক বাহিনী পূর্ব পাকিস্তানে বাঙালি নিধনে ঝাঁপিয়ে পড়ে একটি জনযুদ্ধের আদলে মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতা যুদ্ধের সূচনা ঘটে। পঁচিশে মার্চের কালো রাতে পাকিস্তানি সামরিক জান্তা ঢাকায় অজস্র সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পুলিশ হত্যা করে। গ্রেফতার করা হয় ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতাপ্রাপ্ত দল আওয়ামী লীগ প্রধান বাঙ্গালীর তত্কালীন পিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গ্রেফতারের পূর্বে ২৬শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন  এই অ্যাপসে অনেকগুলো বৈশিষ্ঠের মধ্যে কয়েকটি উল্লেখ করা হলো- পটভূমি, পূর্ব পাকিস্তানের দুর্দশার ইতিহাস, অর্থনৈতিক বৈষম্য ,ভাষা আন্দোলন, সামরিক অসমতা, রাজনৈতিক অসমতা, ১৯৭০-এর সাইক্লোনের প্রতিক্রিয়, ১৯৭০-এর নির্বাচন,মুজিব-ইয়াহিয়া বৈঠক, গণহত্যা ও জনযুদ্ধের সূত্রপাত, স্বাধীনতার ঘোষণা, বিভিন্ন মাধ্যমে ঘোষণাপত্র, অস্থায়ী সরকার গঠন বর্ণনা রয়েছে। যেমন- মুক্তিযুদ্ধ : জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত, মুক্তিযুদ্ধ : অক্টোবর থেকে ডিসেম্বর এবং ভারত-পাকিস্তান যদ্ধে পাকিস্তান বাহিনীর   আত্মসমর্পণ ও বিজয়  এবং জাতিসংঘে কূটনৈতিক তত্পরতা, আন্তর্জাতিক স্বীকৃতি, গণহত্যা , মুক্তিযুদ্ধ ও বিশ্বসমাজ ইত্যাদি। অ্যাপসটির ডাউনলোড লিংক-  https://play.google.com/store/apps/details?id=com.fhasanbd.freedomfigth

 

প্রিয়ড অব  নাইনটিন সেভেনটি ওয়ান

এই  এপ্লিকেশনটিতে  বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে শহীদ সাত জন বীরশ্রেষ্ঠ এর নাম, পরিচয়, জীবনবৃত্তান্ত এবং তাদের অসামান্য অবদানের বর্ননা রয়েছে। বিজয় দিবস উপলক্ষ্যে, দেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের উদ্দ্যেশ্যে উত্সর্গ করে এই এপ্লিকেশনটি তৈরি। এপ্লিকেশনের ডিজাইনেও রয়েছে সৌন্দর্য্য। বর্তমান সময়ের তরুণদেরকে বাংলাদেশের ইতিহাস ও সাত জন বীরশ্রেষ্ঠ- এর বৃত্তান্ত এই অ্যাপে উল্লেখ রয়েছে। গুগল প্লে স্টোর থেকে ডাউন লোড করে নিতে পারেন আরনার পছন্দের এই অ্যাপটি। ১৯৭১ সালে তাদের অবদান ও তাদের দু:সাহসিক যুদ্ধের বিবরণ ও এই অ্যাপটিতে রয়েছে।

অ্যাপসটির ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=progmaatic.shamil.bangladesh&hl

 

বীর শ্রেষ্ঠ

এই অ্যাপের মাধ্যামে  মুক্তিযুদ্ধের পরে  যারা জন্মগ্রহণ করেছ তার মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। গুগল প্লেস্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোাড করে নিতে পারেন। অ্যাপটি দিয়ে এ যুগের তরুণদের কে মুক্তিযুদ্ধের ইতিহাস মনেকরিয়ে দেওয়া সম্ভব।  বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে ও বিভিন্ন তথ্য দিয়ে এই অ্যাপটি সাজানো। ইতোমধ্যে অনেকেই ডাউনলোড করে এর সুফল উপভোগ করতে শুরু করেছে।  বিজয়ের মাসে এই অ্যাপটি বেশ জনপ্রিয়ও হয়েছে । ডাউনলোড লিংক- https://play.google.com/store/apps/details?id=com.mohiuddin_13.com.birshesto&hl