শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ই-কমার্স মেলায় পেপারফ্লাই-এর উদ্ভাবনী সেবা

আপডেট : ১৯ মে ২০১৯, ২১:১৩

ঢাকায় অনুষ্ঠিত  ই-কমার্স মেলায় উদ্ভাবনী সেবা নিয়ে অংশগ্রহণ করছে প্রযুক্তি খাতে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘পেপারফ্লাই’।

শুক্রবার রাজধানীর জেনারেল পোস্ট অফিস প্রাঙ্গণে দুইদিনের মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

দেশজুড়ে ই-কমার্স ছড়িয়ে দিতে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) ও ডাক বিভাগের আয়োজনে মেলায় পেপারফ্লাইসহ ই-কমার্সখাতে সংশ্লষ্ট ৮০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে বলে জানান আয়োজকরা। দেশের প্রসারমান প্রযুক্তিখাতের সঙ্গে তাল মিলিয়ে যাত্রা শুরু করেছে বিশেষায়িত পণ্য বিলিকরণ প্রতিষ্ঠান ‘পেপারফ্লাই’। ই-কমার্সে পণ্য দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

পেপারফ্লাইয়ের প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ বলেন, ‘পেপারফ্লাই সম্প্রতি দেশের ৪৪৫৪টি ইউনিয়নে পণ্য বিলিকরণের সক্ষমতা অর্জন করেছে যা প্রতিনিয়ত সেবার মান উন্নয়নে ভূমিকা রাখছে।’ পেপারফ্লাই ইতোমধ্যে আজকের ডিল, রবিশপ, ডিজিরেডসহ শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি।