শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

টে ক শ ট

আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৩৬

চোখের নড়াচড়া শনাক্ত করবে চশমা

ব্যবহারকারীর চোখে নড়াচড়া শনাক্ত করে সামনে বা দূরের ছবি দেখতে সক্ষম এমন চশমা আবিষ্কার করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তাদের দাবি অটোফোকাস প্রযুক্তি নির্ভর চমশাটিতে বিশেষ ধরনের কাঁচ ব্যবহার করা হয়েছে। যা ব্যবহারকারীদের চোখে নড়াচড়া শনাক্ত করতে সক্ষম হবে। অর্থাত্ ব্যবহারকারী যদি সামনে বা দুরের কোন বস্তু দেখতে চায় এই চমশা তা শনাক্ত করে স্বয়ংক্রীয়ভাবে সেই বস্তু স্পষ্টভাবে দেখাবে।

 

অ্যাপল ঘড়ির ওয়াকিটকি অ্যাপ নিস্ক্রিয় করলো

অ্যাপল তার স্মার্টওয়াচে ওয়াকিটকি অ্যাপটি নিস্ক্রিয় করে ফেলেছে। এর কারণ হিসেবে তারা জানিয়েছে নিরাপত্তাজনিত কারণে অ্যাপসটি নিস্ক্রিয় করা হয়েছে। এর অ্যাপের ফলে যে কেউ অনুমতি না নিয়েই আইফোনের কথাবার্তা শুনতে পেত। অ্যাপল বলছে এটি অ্যাপের বিশেষ দুর্বলতা ছিল। অ্যাপল তার ব্যবহারকারীর কাছে ক্ষমা প্রার্থনা করেছে। নিরাপত্তা নিশ্চিত করে অ্যাপসটি আবারো চালু করা হবের্।