শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে তৈরি সাশ্রয়ী মূল্যের ফোরজি ফোন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

সাশ্রয়ী মূল্যের নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে প্রযুক্তিপণ্যের দেশীয় নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘প্রিমো এফনাইন’ মডেলের ফোনটি চতুর্থ প্রজন্ম বা ফোরজি নেটওয়ার্ক-সমর্থিত। সাইয়ান, অক্সফোর্ড ব্লু এবং রেড—এ তিনটি রঙের আকর্ষণীয় ডিজাইনের হ্যান্ডসেটির দাম মাত্র ৫ হাজার ১৯৯ টাকা।

ওয়ালটন সেল্যুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, ৫.৪৫ ইঞ্চির ফুল ভিউ ডিসপ্লে-সমৃদ্ধ ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, পাওয়ার ভিআর জিই৮১০০ গ্রাফিক্স, ১৬ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, ২৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, উভয় পাশে এলইডি ফ্ল্যাশযুক্ত বিএসআই ৫ মেগাপিক্সেল ক্যামেরা, অ্যান্ড্রয়েড ৯ পাই (গো এডিশন) অপারেটিং সিস্টেম, ডুয়াল সিমে ফোরজি সাপোর্ট ইত্যাদি।

বাংলাদেশে তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্টসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা মিলবে।