শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পাঠ্যবই

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮

বিশ্বব্যাপী চলছে তথ্যপ্রযুক্তির প্রতিযোগিতা। বিভিন্ন দেশ তাদের শিক্ষা কারিকুলামে এরই মধ্যে তথ্যপ্রযুক্তি বিষটিকে অন্তর্ভুক্ত করেছে। আমাদের দেশের বিভিন্ন শ্রেণির পাঠ্যতালিকায় যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি বিষয়টি। এ হিসেবে বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়।  বর্তমানে বাজারে বিভিন্ন লেখকের তথ্যপ্রযুক্তি বিষয়ক বই পাওয়া যাচ্ছে। তন্মধ্যে বিশ্বের প্রথম বাংলা ভাষায় তথ্যপ্রযুক্তির বই লেখক শাহ সৈয়দ শাহজাহান সজীবের সম্পাদিত বই ‘তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি’ অন্যতম। জাতীয় শিক্ষাক্রম ও জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক অনুমোদিত একাদশ ও দ্বাদশ  শ্রেণির এই বইটি প্রকাশ করেছে স্টারটেক পাবলিকেশন্স। বইটিতে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে মৌলিক ধারণা, বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষিত, কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি, বুনিয়ান অ্যালজেবরা ও ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচ টি এম এল, প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বিস্তারিত তথ্য।  এছাড়াও বইটিতে পাওয়া যাবে বোর্ড পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নপত্র। বইটির মূল্য ২৪৪ টাকা।