শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বশেমুরবিপ্রবি

শামিয়ানার নিচে বৃষ্টিতে ভিজে ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২২:০১

গতকাল শুক্রবার গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘সি’ এবং ‘এইচ’ ইউনিটে প্রায় ২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিয়েছেন উন্মুক্ত স্থানে শামিয়ানার নিচে বৃষ্টিতে ভিজে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে দায়িত্বরত শিক্ষকরা সাংবাদিকদের বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বৃষ্টির পাশাপাশি ছিল পর্যাপ্ত আলোর স্বল্পতা। আলোর স্বল্পতা দূর করতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হলেও শিক্ষার্থী অনুযায়ী তা পর্যাপ্ত ছিল না। এর মধ্যেই শিক্ষার্থীরা পরীক্ষা দেন অনেক কষ্টে। বৃষ্টির পানিতে ওএমআর শিট ভিজে গেছে অনেকের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, পরীক্ষা চলাকালীন সংবাদ সংগ্রহের জন্য কোনো কক্ষে প্রবেশের প্রয়োজন হলে অনুমতির দরকার আছে। তাছাড়া বাইরের থেকে সংবাদ সংগ্রহে কারো বাধা দেওয়ার কথা না। এছাড়া পরীক্ষা চলাকালীন বৃষ্টির কারণে শামিয়ানার নিচ থেকে অনেক শিক্ষার্থীকে অন্যত্র নিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।