হলি আর্টিজান মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান বলেছেন, ভিড়ের মধ্যে কেউ একজন তাকে ইসলামিক স্টেটের (আইএস) প্রতীক সম্বলিত টুপিটি দিয়েছিলেন। গতকাল মঙ্গলবার ঢাকার সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
হলি আর্টিজান মামলার রায়ের দিন আইএসের প্রতীক সম্বলিত টুপি কোথায় পেলেন বিচারকের এমন প্রশ্নের জবাবে আসামি রিগ্যান বলেন, ‘ভিড়ের মধ্যে কেউ একজন দিয়েছে। কে দিয়েছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘তাকে চিনি না’। টুপি কেন নিলেন এমন প্রশ্নের জবাবে রিগ্যান বলেন, টুপিতে আরবিতে কলেমা শাহাদাত্ লেখা ছিল। ভালো লাগায় তাই এটা পরি। আর কাউকে ঐ টুপি দিয়েছে কি না—জবাবে রিগ্যান বলেন, আর কাউকে দেয়নি। তবে আমাকে দেওয়া টুপিই প্রিজনভ্যানে জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী পরেছিলেন।