বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধুর হত্যার খলনায়ক জিয়াউর রহমান :নাসিম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪০

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ইতিহাসের একজন খলনায়ক। খুনি মোস্তাকের সঙ্গে হাত মিলিয়ে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা চক্রান্তের নেপথ্যের খলনায়কের ভূমিকা পালন করেছিলেন। এই খলনায়কের চক্রান্তে জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই খলনায়কের উত্তরসূরী খালেদা-তারেক মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা চক্রান্তে  লিপ্ত হয়েছেন।’ 

গতকাল শনিবার দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বেলা ১১টায় সম্মেলনস্থলে মোহাম্মদ নাসিম সম্মেলনের উদ্বোধন করেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। শেখ হাসিনাকে  ১৯ বার হত্যা চেষ্টা হয়েছে। সামনে আরো দুঃসময় আসতে পারে। চক্রান্ত হতে পারে। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আইনমন্ত্রীকে অনুরোধ করব এই চক্রের বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করা হোক।’  তিনি বলেন, ‘পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বেইমান খন্দকার মোস্তাক কারাগারে বন্দি জাতীয় চার নেতাকে বলেছিল তোমরা হয় ক্ষমতায় আস অথবা মৃত্যুকে বেছে নাও, কোনটা চাও। জাতীয় চার নেতা জাতির সঙ্গে বেইমানি করে ক্ষমতায় আসেননি। ফলে তারা মৃত্যুকেই গ্রহণ করেছিলেন। আমাদের পিতারা জাতির সঙ্গে বেইমানি করেননি। আমাদের শরীরে তাদেরই রক্ত প্রবাহিত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বগুড়াকে আওয়ামী লীগের শক্ত ঘাঁটিতে পরিণত করতে আমাদের পাঠিয়েছেন। আমাদেরকে আজ শপথ গ্রহণ করতে হবে, যে কোনো মূল্যে বগুড়াকে আওয়ামী লীগের দুর্গে পরিণত করতে হবে।’

এদিকে বগুড়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মজিবর রহমান মজনুকে সভাপতি এবং রাগেবুল আহসান রিপুকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত সম্মেলন শেষে বেলা সাড়ে ৩টার দিকে কাউন্সিল অধিবেশন পর্বে বগুড়া জেলা আওয়ামী লীগের তিন বছরের কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এবং সম্মেলনের উদ্বোধক মোহাম্মদ নাসিম। এ সময় উপস্থিত সবাই হাত উঠিয়ে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান। সভাপতির দায়িত্ব পাওয়া মজিবর রহমান জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মমতাজ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। তিনি বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান। অন্যদিকে রাগেবুল আহসান বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মো. মকবুল হোসেনের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য  নুরুল ইসলাম ঠান্ডু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাবেক আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, অধ্যাপক মেরিনা জাহান, হাবিবর রহমান এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন।