শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের দ্বিতীয় দফা সহায়তা আসছে কাল

আপডেট : ২৪ মার্চ ২০২০, ২৩:০৫

নতুন করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বাংলাদেশকে সহায়তা করতে দ্বিতীয় দফায় চিকিত্সা সরঞ্জাম পাঠাচ্ছে চীন। আগামীকাল বৃহস্পতিবার বিশেষ বিমানে চীনের এ সহায়তা ঢাকায় পৌঁছবে। এই সহায়তার মধ্যে থাকছে ১০ হাজার টেস্ট কিট, প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পিপিই এবং ১ হাজার থার্মোমিটার। ঢাকাস্থ চীনা দূতাবাসের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এক ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।        এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিশ্ব জুড়ে করোনা ভাইরাস মহামারি আকার নিয়েছে। প্রত্যেক দেশেই করোনা ভাইরাসসংক্রান্ত মেডিক্যাল ইকুইপমেন্টের সংকট রয়েছে। বৃহস্পতিবার চীন সরকার তাদের প্রতিশ্রুত ১০ হাজার টেস্টিং কিট, ১০ হাজার প্রটেকটিভ গাউন এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার আমাদের হস্তান্তর করবে। দুই দিন পর আরো ১৫ হাজার এন ৯৫ মাস্ক হস্তান্তর করবে চীন।