শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়াসহ হয়েছে শিলাবৃষ্টি

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:১৫

গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট ও ফেনীতে ঝোড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রসহ শিলাবৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৫০ থেকে ৬০ কিলোমিটার। দমকা ও ঝোড়ো হাওয়ায় এসব অঞ্চলের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে। চরাঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু কাঁচাঘর। এছাড়া ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের গজারিয়ায় একটি বড়ো গাছ উপড়ে সড়কে পড়ে। এতে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ভেঙে পড়া গাছ ও ডাল সেখান থেকে সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়। গতকাল ঢাকায় দমকা হাওয়ার সঙ্গে সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুরে ৬১ মিলিমিটার, মাইজদীকোর্টে ২৫ মিলিমিটার, কুমিল্লায় ২১ মিলিমিটার, ফেনীতে ১৭ মিলিমিটার, মাদারীপুরে ৯ মিলিমিটার, ফরিদপুরে ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল,   চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা ও দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আজ প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।