শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ট্রাম্প আমলে ডেমোক্র্যাটদের ফোন রেকর্ড চুরির তদন্ত করবে বিচার বিভাগ

আপডেট : ১২ জুন ২০২১, ২৩:০১

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে শীর্ষ ডেমোক্র্যাটদের ফোন রেকর্ড হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত করবে মার্কিন বিচার বিভাগ। এই তথ্য কে ফাঁস করেছেন—তা জানতে অ্যাপল কোম্পানিকে তা জানাতে নির্দেশ দিয়েছে বিচার বিভাগ। খবর সিএনএনের

প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির দুই সদস্য জানিয়েছেন, তাদের জানানো হয়েছে যে, তাদের আইফোন কলের রেকর্ড হস্তান্তর করা হয়েছে। প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের কর্মকর্তারা এই ঘটনার নিন্দা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের আমলের প্রসিকিউটররা তলব করেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন যাতে অ্যাপল ২০১৭ সালের এবং ২০১৮ সালের শুরুর দিকের তথ্য-প্রমাণ হাজির করে। তারা মূলত রাশিয়া এবং তত্কালীন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যকার যোগাযোগের খবরের উত্স জানার চেষ্টা করেছিলেন। তখন হাউজ গোয়েন্দা কমিটিসহ কংগ্রেসনাল তদন্তের কথাও উঠেছিল। বিচার বিভাগের মহাপরিদর্শক মাইকেল হরোউইটজ বলেছেন, তার অফিস তলবের বিষয়টি পর্যালোচনা করছে এবং যোগাযোগের তথ্য পাওয়ার বিষয়ে আইনগত কী কী বিষয় আছে, তাও পর্যালোচনা করছে। তিনি জানান, অন্যান্য ইস্যু এর সঙ্গে যুক্ত হলে তদন্ত আরো বিস্তৃত হবে। এর আগে সিনেট ডেমোক্র্যাট নেতা চাক চুসুমার এবং বিচার বিভাগীয় কমিটির চেয়ারম্যান ডিক ডারবিন দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে অ্যাটর্নি জেনারেল ছিলেন জেফ সেশনস এবং উইলিয়াম বার। তদন্তের প্রয়োজনের তাদেরকেও তলব করে জিজ্ঞাসাবাদ করতে হবে। তবে গণমাধ্যম পলিটিকোকে বার বলেন, তার আমলে ফোনের তথ্য রেকর্ডের ঘটনা ঘটেনি। এর আগে হয়তো ঘটতে পারে।